fbpx
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী।

তাদের খোঁজে শুক্রবার সকাল থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।

গতরাতে জেলার ইরশালওয়াড়ির একটি আদিবাসী গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে ধস নামে বহু বাড়িঘর চাপা পড়ে। নিখোঁজ রয়েছে ১১৯ জন গ্রামবাসী। সেখানে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button