বর্তমান সরকার বিরোধী দলকে দমনে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জাতিকে চিরস্থায়ীভাবে সঙ্ঘাতের দিকে ঠেলে দিতে, বিচার বিভাগকে ব্যবহার করছে বর্তমান সরকার।
সংবাদ সম্মেলনে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে শুক্রবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।