fbpx
আন্তর্জাতিক

আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় এতে কেঁপে উঠেছে দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চল। তবে, এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের জুর্ম এলাকায়। একই জায়গা গত ২১ মার্চ ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট অনুযায়ী, শনিবারের ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটারেরও বেশি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, শনিবার (৫ আগস্ট) রাত ৯টা ৩১ মিনিটে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ১৮১ কিলোমিটার।

দিল্লিতে ভূমিকম্পের প্রভাব ছিল নগণ্য। বহুতল ভবনের উপরের তলার বাসিন্দারা কম্পন বেশি অনুভব করেছেন।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চল, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা ভূমিকম্পপ্রবণ, যেখানে প্রায়ই রিখটার স্কেলে ৬ অথবা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়। শুধু শনিবারই এই এলাকায় ৪ এবং তার বেশি মাত্রার পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এই ভূমিকম্পগুলো ভূ-পৃষ্ঠের অনেক গভীরে উৎপন্ন হয়, তবে সেগুলোর কম্পন ভারতের উত্তরাঞ্চলেও অনুভূত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button