বাংলাদেশ
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ৭৬৪
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে, বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাড়ালো ৩১৩ জনে।
বিকেলে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় মোট রোগীর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ৭৮ জন এবং ঢাকা সিটির বাহিরে এক হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।