fbpx
রাজনীতি

যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল: বিএম মোজাম্মেল হক

যারা স্বাধীনতা চায়নি তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি আজো দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিণত করার পাঁয়তারা করছে।

বুধবার (১৬ আগস্ট) শরীয়তপুরের জাজিরা উপজেলা মুক্তিযুদ্ধা ভবনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন মোজাম্মেল হক।

367984288 847163370332388 749151897437487789 n

তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর সেই খুনিরাই শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। তাঁর ওপর বারবার আক্রমণ করে আসছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগকে কেউ প্রতিহত করতে পারবে না।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা লাল-সবুজের পতাকা আর বাংলাদেশ পেতাম না, এটা সর্বজন স্বীকৃত।বঙ্গবন্ধুর জন্ম না হলে একটি স্বাধীন পতাকা,স্বাধীন রাষ্ট্র এবং মুক্ত স্বাধীন জাতির পবিত্র সংবিধানও এ জাতি কখনো পেতো না। হাজার বছরের পরাধীন বাঙালির স্বপ্নের যে স্বাধীনতা, মুক্তির গান এবং বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রের আবির্ভাব কেবল স্বপ্ন-ই থেকে যেতো চিরকাল। মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বঙ্গবন্ধুকে পাঠিয়েছিলেন মুক্তির দূত হিসেবে। বিশ্ব বিধাতা যাকে ভালোবাসেন, তাকে দিয়েই যুগে যুগে শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে, জাতির যোগ্য প্রতিনিধি হিসেবে পৃথিবীর আলো দেখান।

367980857 847212300327495 4740778607144410733 n

মোজাম্মেল হক আরো বলেন, বঙ্গবন্ধু এমনই একজন নেতা যিনি কেবল বাঙালি জাতিকেই স্বাধীন করেননি, বিশ্ববাসীকে শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে একটি অবিনাশী চেতনা। এই চেতনা কোনোদিনও মুছে ফেলা যাবে না।

একটি জাতির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর বন্ধুর পথ পাড়ি দিতে প্রয়োজন হয় একজন যোগ্য নেতার।আমাদের সেই শূন্যতা ছিল। এ জাতি মনেপ্রাণে যখন শোষণ, নিপীড়ন আর বঞ্চনার হাত থেকে বিশ্ব বিধাতার কাছে মুক্তি চেয়েছে, কেউ পথ দেখাতে পারেননি। বঙ্গবন্ধুর আগে অনেক নেতাই স্বপ্ন দেখিয়েছেন। মুক্তির গান শোনানোর চেষ্টা করেছেন। কোনো নেতাই পরাধীন এই জাতিকে চূড়ান্ত মুক্তির পথ দেখাতে পারেননি। কারণ, রাজনৈতিক গতিপথ তারা বুঝতে পারেননি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, মুক্তিযোদ্ধা জানে আলম মুন্সী,বীর মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন, জাজিরা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন আকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকিরসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button