fbpx
বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

সিরাজগঞ্জে টিসিবির ৩৬০০ কেজি চালসহ ট্রাক জব্দ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে টিসিবির ৬০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার এনায়েতপুর থানার বাদল মোড় থেকে চাল বোঝাই ট্রাকটি জব্দ করা হয় বলে জানায় এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান।

গ্রেপ্তার ট্রাক চালক জহির মণ্ডল উপজেলার চরকৈজুরী গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। পুলিশের ভাষ্য, জব্দ করা চালগুলো কৈজুরি ইউনিয়নের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল।

ওসি আনিছুর বলেন, রাতে সরকারি চাল বোঝাই একটি ট্রাক আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক জহিরকে আটক ও ৬০টি বস্তায় ৩৬০০ কেজি চালসহ ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ট্রাকে থাকা অন্য দুই জন পালিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনায় কৈজুরী ইউনিয়নের টিসিবি ডিলার আব্দুল হাইসহ চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও তিন জনকে আসামি করে মামলা করা হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button