বিএনপির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ: ড. আব্দুর রাজ্জাক
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জীবন দিয়ে হলেও বিএনপির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির দাবি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। ২০০৮ সালের নির্বাচন সব চেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছিল। ১৩ সালে হেফাজতের সমাবেশ থেকে বলা হলো হয়েছিল, শেখ হাসিনাকে হটাবে। সারাদেশ আতঙ্ক হয়েছিল। কে প্রধানমন্ত্রী হবে তাও নির্ধারণ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী চিন্তায় তাদের রাতের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছিল। রাত তিনটার মধ্যে শাপলা চত্বর পরিস্কার হয়ে গিয়েছিল। বিএনপির হরতাল অবরোধ নানা ধরনের কর্মসূচি আমরা প্রতিহত করেছি।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তাদের পরিণতি হবে। আদিলুর রহমান মিথ্যা প্রচার করেছে। তার মিথ্যাচারের প্রমাণ হয়েছে। তার দুই বছরের কারাদণ্ড হয়েছে। সংখ্যালঘুদের ওপর নাকি নির্যাতন করা হয়েছে। যদি এটা প্রমাণ করতে পারে আমি মন্ত্রী ও এমপি হিসেবে বলছি আমরা সরকারে থাকবো না। এই সরকারের দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন,