বাংলাদেশ
চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সৈয়দ সালাহউদ্দীন জাকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে সংস্কৃতির ক্ষেত্রে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা আরো বলেন, মরহুম জাকী তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।