fbpx
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের প্রথম চালান হস্তান্তর আজ

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের প্রথম চালান,বাংলাদেশের কাছে হস্তান্তর করবে রাশিয়া।
ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আগামী দেড় বছরের মধ্যে উৎপাদন শুরুর কথা জানিয়েছেন,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।দেশের সবচেয়ে বড় প্রকল্প পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে, বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এগিয়ে গেলো আরও একধাপ।

গেলো বৃহস্পতিবার ঢাকায় পৌছায় এর জ্বালানী হিসেবে ব্যবহৃত ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম। একদিন পরেই কঠোর নিরাপত্তায় আনা হয় পাবনা ইশ্বরদীর প্রকল্প এলাকায়। এখন অপেক্ষা আনুষ্ঠানিক হস্তান্তরের। বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেস্কি লিখাচেভ ইউরেনিয়াম হস্তান্তর করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button