fbpx
বাংলাদেশআওয়ামী লীগবিএনপিরাজনীতি

দেশের নির্বাচন,গণতন্ত্র ও রাজনীতির গতিপথ বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না: ওবায়দুল কাদের

দেশের রাজনীতির গতিপথ কোনো বিদেশি শক্তির ইচ্ছায় নির্ধারিত হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৮ অক্টোবর) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে কাদের বলেন, সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন বিরোধী রাজনৈতিক দল, তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য মায়াকান্না করে বিদেশিদের কাছে করুণা ভিক্ষা করছে।

গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে সুষ্ঠু নির্বাচনের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট খবর

Back to top button