রাজনীতি
খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসায় সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি আদালতের সম্পূর্ণ এখতিয়ার, এখানে সরকারের কিছুই করার নেই- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি অতীতের মতো এখনো খালেদা জিয়া চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছে। তবে তিনি যাতে দেশে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সেজন্য সরকার আন্তরিক এবং যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।