বাংলাদেশ
খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত রেললাইন নির্মানের সকল কাজ চলতি মাসের শেষ হবে: রেলমন্ত্রী
খুলনার ফুলতলা থেকে মোংলা পর্যন্ত রেললাইন নির্মানের সকল কাজ চলতি মাসের মধ্যেই শেষ হবে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ।
দুপুরে খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের এলাইনমেন্ট পরিদর্শনকালে একথা বলেন তিনি। প্রকল্পের মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন থেকে মোংলা রেলওয়ে স্টেশন পর্যন্ত মোটর পরিদর্শন করেন রেলমন্ত্রী। তিনি জানান, আগামী মাসের ৯ তারিখে প্রধানমন্ত্রী এই রেলপথের উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় । এ প্রকল্পের ব্যয় হচ্ছে ৪ হাজার ২৬০ কোটি টাকা। রেলপথে রূপসা নদীর ওপর ৫ দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ রেল সেতুও নির্মাণ করা হয়েছে।