fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

আলটিমেটাম দিয়ে কোন লাভ নেই, সংবিধান অনুযায়ীই নির্বাচন: ওবায়দুল কাদের

কোন আল্টিমেটাম দিয়ে লাভ নেই, এই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে- বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান থেকে সরকার একচুলও সরবে না। এসময় বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে ঢাকায় এনে জড়ো করছে মন্তব্য করে তিনি বলেন, নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button