fbpx
বাংলাদেশ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। ধর্মীয় রীতি-আচার মেনে দেবীকে ধরায় স্বাগত জানিয়েছেন ভক্তরা। কাসর ঘন্টা, শঙ্খ, উলুধ্বনি আর ভক্তদের পদচারনায় আগামী কদিন মুখরিত হয়ে থাকবে মন্দির মণ্ডপগুলো। সনাতন ধর্ম অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ করে প্রতিবছরের মতো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করে যাবেন দেবী দুর্গতিনাশিনী।

সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষ করে, শারদ আবহে আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আজ ষষ্ঠী, দেবী দুর্গাকে ধরায় স্বাগত জানানোর দিন।

রাজধানীসহ সারাদেশের মন্দির ও পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দর্শন। মর্তে নেমে আসা দেবী মা’কে দেখতে ভিড় করছেন ভক্ত সন্তানেরা।ষষ্ঠী তিথিতে ধরায় এলেন দেবী, আজ থেকে মৃণ্ময়ী হয়ে অধিষ্ঠান করবেন মণ্ডপে মণ্ডপে।

এবার দেবী দূর্গা ঘোড়ায় চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে এসেছেন, বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। জগতের সকল অমঙ্গল থেকে পরিত্রাণ পেতে দেবীর প্রতি প্রার্থনা ভক্তদের।এ বছর ঢাকাসহ সারাদেশে মোট ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গোৎসব।

বাংলা টিভি/ মাসুদ রানা

সংশ্লিষ্ট খবর

Back to top button