রাজনীতিআওয়ামী লীগ
২৮ অক্টোবর বিএনপির পরিণতি হবে ১০ ডিসেম্বরের মতোই : কাদের
১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও বিএনপির একই পরিণতি হবে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় পূজা চলাকালে হিন্দুদের পূজামণ্ডপ ও বাড়িঘর পাহারা দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণর্বহালের কোনো সুযোগ নেই। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করে, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছে।
বাংলা টিভি/ মাসুদ রানা