রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। যদিও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে যাত্রীবেশে উঠে আগুন দেওয়া হয়। একপর্যায়ে বাসটির পেছনের দিকে আগুন দেখা যায়, এ সময় জানালা দিয়ে লাফিয়ে নেমে যায় কয়েকজন যুবক।
উল্লেখ্য, এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারসহ সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।