নির্বাচনে ২৯ দল, মনোনয়ন জমা পড়েছে ২৭১৩
জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিলকারী দলের সংখ্যা ২৯ এবং দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সংখ্যা ২ হাজার ৭শ’ ১৩।
শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই সংশোধিত তথ্য জানান।
মনোনয়নপত্র জমার শেষের পর, বৃহষ্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩০টি দলের মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানানো হয়। পরদিন শুক্রবার জানানো হয় ৩২টি দল মনোনয়ন জমা দিয়েছে। এরপর, সবশেষ আজ দুপুরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি দলের প্রার্থী এবং সতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিলকারীর মোট সংখ্যা ২ হাজার ৭ শ’ ১৩।
এসময় সারাদেশে ওসি-ইউএনওদের বদলী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার সম্প্রতি বিভিন্ন অঞ্চলে সফর করে মাঠ পর্যায়ের যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতেই প্রশাসনের কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।