fbpx
বাংলাদেশঅন্যান্যরাজধানী

দ্বিতীয় দিনের মতো ইসিতে চলছে আপিল কার্যক্রম

জাতীয়  নিবাচনে মনোনয়ন যাছাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল আবেদন কার্যক্রম। বুধবার  নির্বাচন কমিশন ভবনে মামলা, ঋণ ও বিল খেলাপির কারণে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন প্রার্থীরা । আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন তারা।  

প্রার্থীতা ফিরে পেতে আইনজীবীর মাধ্যমে বিভাগীয় বুথে প্রমাণসহ কাগজপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। গতকাল প্রথমদিনে করেছেন ৪২ জন প্রাথী আপিল আবেদন করেছেন। এর মধ্যে ৩০ জনই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। বিভাগীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ৯টি আবেদন করেছে ময়মনসিংহ আর ৮টি আপিল আবেদন করেছেন খুলনার বিভিন্ন আসনের প্রাথীরা। 

এদিন রাজশাহী বিভাগে কোনো আপিল আবেদন করেনি। ১০  ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পযন্ত আপিল নিষ্পত্তির শুনানি হবে ।  এরআগে ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছিল। এ সময় বেশ কিছু কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button