অপরাধ
চট্টগ্রামে প্রায় ৩ লাখ জাল টাকাসহ ২ জন গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে, ে২ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নিমতলা খালপাড় ও পাহাড়তলী থানার বৌ-বাজার থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার এবং মো.শাকিব ও অন্তর বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যে পাহাড়তলী থানার বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এদিকে, চট্টগ্রামের হাটহাজারীতে ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার পলাতক আসামি, যুবদল নেতা মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।