fbpx
রাজধানীআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশসরকার

নারীর অধিকার ও সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৫ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে, যোগ দিয়ে একথা বলেন তিনি । এসময় প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষ সবাই সমানভাবে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান উপলক্ষে, সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এসময় নারী জাগরণে বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৫ বিশিষ্ট নারীকে এবারের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের আমলে নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেগম রোকেয়ার প্রত্যাশা পূরণে অনেকটাই সক্ষম হয়েছে বাংলাদেশ । এখন আর কেউ নারীদের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবাই যাতে নিজেকে প্রস্তুত করতে পারে, তার সুযোগ সৃষ্টি করতে কাজ করছে সরকার। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আগামীতে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button