নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: মো. আলমগীর
বাংলাদেশের নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর।
দুপুরে, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, গাজীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা,আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা শেষে, সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
কমিশনার মো. আলমগীর জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা,প্রিজাইটিং অফিসাররা, যখন যেখানে প্রয়োজন হবে মুভমেন্ট করবেন। অত্যন্ত শান্তি-সুশৃঙ্খল এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট হবে বলেও জানান মো. আলমগীর।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খল ভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র্যাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।