fbpx
বাংলাদেশজাতীয় নির্বাচননির্বাচনরাজধানীরাজনীতি

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া চলছে

দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে । সোমবার প্রতীক পেয়েই বিভিন্নস্থানে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন অনেক প্রার্থী। দুপুর পর্যন্ত ঢাকা মহানগরের ২০টি আসনের মধ্যে ১৫টিতে প্রার্র্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এই ১৫ টি আসনের দলীয় প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে প্রার্থীরা কোন প্রতীকে লড়বেন, ভাগ্যে কি প্রতীক আছে- তা জানতে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বেলা পৌনে দশটা থেকে প্রতীক বরাদ্দ দেয়ার কার্যক্রম শুরু করেন রির্টানিং কর্মকর্তারা। সকালেই ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রথম দিনের শুরুতেই, ঢাকা-৪ থেকে ঢাকা-১৮- এই ১৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দু’জন স্বতন্ত্র প্রার্থী, আওলাদ হোসেন পেয়েছেন ট্রাক। একই আসনে মনির হোসেন স্বপন লড়বেন ঈগল প্রতীকে। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম নৌকা, বাংলাদেশ কল্যাণ পার্টির ইয়াসিন হোসেন পেয়েছেন হাতঘড়ি, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের সোহেল- ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল- ছড়ি, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল, ইসলামি ঐক্য জোটের শাহ আলম মিনার প্রতীক নিয়ে লড়বেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ট্রাক, কামরুল হাসান ঈগল প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না নৌকা, ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মোহাম্মদ হাবিবুল্লাহ চেয়ার, ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন টেলিভিশন, তৃণমূল বিএনপির আবু হানিফ সোনালী আঁশ, ইসলামি ঐক্য জোটের আব্দুল কায়ুম মিনার, ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান আম, বাংলাদেশ সুপ্রীম পার্টির মোশাররফ হোসেন মিয়া একতারা, বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম ডাব, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক পেয়েছেন।

এছাড়া অন্যান্য আসনগুলোতেও দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। এদিকে প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন অনেক প্রার্থী। তফসিল অনুযায়ী, এই নির্বাচনি প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ই জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button