দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারী দেশে ২৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জালালাবাদ এসোসিয়েশন কাতার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, রাজধানী দোহার প্লাজা ইন হোটেলে প্রবীণ কমিউনিটি নেতা বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম শাহীন ও ফয়েজ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম উপদেষ্টা সৈয়দ আনা মিয়া। এসময়ে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কাতার’র সভাপতি মো. কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, কোষাধক্ষ বদরুল ইসলাম প্রমুখ।