রাজনীতিআওয়ামী লীগজাতীয় নির্বাচন
আ.লীগই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছি বলেও জানান। শেখ হাসিনার আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে জনসভা এলাকা। এরইমধ্যে জনসভাস্থলে জড়ো হয়েছে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনসভায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। জনসভা শেষে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা