fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

দেশে অর্থনৈতিক সঙ্কট নেই, রিজার্ভও বেড়েছে: অর্থমন্ত্রী

অর্থনীতিতে কিছু সঙ্কট ছিল,তা কাটিয়ে আবারও উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে বাংলাদেশ বলে জানিয়েছেন,  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার সকালে, সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি’র প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাস স্বাক্ষাৎ শেষে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন,  বাংলা‌দেশ কখ‌নও দেউ‌লিয়া হ‌বে না। অর্থনৈ‌তিক সংকট থাক‌লেও তা সমাধা‌নের চেষ্টা করা হ‌চ্ছে।

এছাড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়, বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তার কথা জানান, আরন্ড হ্যামিলাস।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button