টাঙ্গাইলে বন্ধ হচ্ছে না কৃষি জমির উর্বর মাটি কাটা

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ইটভাটাসহ বাড়ি নির্মাণে ব্যবহার করা হচ্ছে মাটির টপসয়েল বা মাটির ওপরের অংশ। এতে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির টপসয়েল।ফলে মাটির জৈব পদার্থ, নাইট্রোজেন,ফসফরাসসহ প্রয়োজনীয় খাদ্য উপাদান নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মাটির পুষ্টির সক্ষমতা। এ কারনে ফসল উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এক দশক আগেও টাঙ্গাইলের ১২টি উপজেলার কৃষি জমি ছিল ব্যাপক উর্বর। একই জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন করা হতো। সম্প্রতি ইটভাটা ও বাড়ি নির্মাণে কৃষি জমির ওপরের স্তরের মাটি কেটে নেয়া হচ্ছে। এতে দিন দিন মাটির উর্বরা শক্তি নষ্ট হয়ে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ফলন বিপর্যয় ।
মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, টাঙ্গাইলে মাটির ওপরের স্তর কেটে নেয়ায়, পুষ্টির উপাদান কমে যাচ্ছে অস্বাভাবিকহারে। মাটির গুণাগুণ কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা ।
সামনের দিনগুলোতে ভয়ানক পরিস্থিতি হবে উল্লেখ করে মাটি বিজ্ঞানীরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা নেয়া প্রয়োজন।
জেলা প্রশাসন বলছে,মাটির টপসয়েল কাটা ও শ্রেণি বিন্যাস পরিবর্তনকারীদের বিরুদ্ধে, প্রায়ই অভিযান চালানো হয়। মাটির উর্বরা শক্তি ধরে রাখতে না পারলে, খাদ্য নিরাপত্তা মারাত্বক ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলা টিভি/ বুলবুল



