বাংলাদেশ
আজ পবিত্র শবে বরাত; ইবাদতে মশগুল ধর্মপ্রান মুসল্লিরা

ইবাদত-বন্দেগি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত। পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুন মুবারাকাতুন বলা হয়েছে। আল্লাহর নৈকট্যলাভ ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত বন্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা।
মসজিদে মসজিদে জিকির-আসকার,কুরআন তেলাওয়াত ও ইবাদতের মধ্যদিয়ে রাতটি পার করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপ থেকে মুক্তি,শান্তি ও কল্যাণ কামনার ইবাদত। তাই পবিত্র রজনীতে মাগরিবের নামাজ আদায়ের পর থেকেই মসজিদে ভিড় করে মুসল্লিরা। সারিবদ্ধ হয়ে সালাত আদায় করেন তারা।
আল্লাহর কাছে মাফ চাইবেন নিজের কৃতকর্মের জন্য। আর আগামী যেন পরিবার পরিজন নিয়ে ভালোভাবে চলতে পারেন তার জন্য দোয়া করবেন ধর্মপ্রান মুসল্লিরা।
বাংলা টিভি / বুলবুল



