বাংলাদেশরাজধানী

বেইলি রোড অগ্নিকাণ্ড: পুলিশের মামলা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবন অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। রমনা থানায় দায়ের করা মামলাটিতে অজ্ঞাতানামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে আগুনের ঘটনার তদন্তের স্বার্থে কয়েকজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্ত শেষে ওই ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হতে পারে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ গতকাল সংবাদ সম্মেলনে জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে থাকা চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং কাচ্চি ভাই নামের একটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসানকে আটক করা হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button