আন্তর্জাতিক
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ২৭৫ শিক্ষার্থীকে অপহরণ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনা রাজ্যের একটি স্কুলে হামলার চালিয়ে অন্তত ২৭৫ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীদের একটি দল। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণের বিষয়টি নিশ্চিত তবে, কতজন শিশুকে অপহরণ করা হয়েছে সে পরিসংখ্যান জানা যায়নি।
স্কুল কর্তৃপক্ষ রাজ্য গভর্নরকে জানিয়েছে, প্রায় ২৫ জন অপহৃত শিক্ষার্থীকে তাদের পিতামাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, তবে ২৭৫ জন এখনো নিখোঁজ। তদের উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ সাধারণ ঘটনা। সশস্ত্র অপরাধী দলগুলো স্কুল, কলেজগুলোতে হামলা চালায়, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে।
বাংলা টিভি/ রাজ



