রাজধানীআওয়ামী লীগরাজনীতি

সাধারণ মানুষের ভাষা বোঝে না বলেই বিএনপি জনবিচ্ছিন্ন: ওবায়দুল কাদের

বিএনপি সাধারণ মানুষের ভাষা বোঝে না। এজন্য ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দলটি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ।

ওবায়দুল কাদের বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচনে কোন হস্তক্ষেপ করেনি। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। এক কথায় অবাধ ও সুষ্ঠু হয়েছে নির্বাচন। যে কারণে অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়ে বিজয়ীও হয়েছে।

বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কোন কথা বলার যৌক্তিকতা নেই।  বর্তমান রাজনীতির বাস্তবতার সাথে বিএনপির যোগাযোগ নেই। যে কারণে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নি।

শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ। উন্নয়ন ও সমৃদ্ধি শেখ হাসিনার নেতৃত্বেই হবে।

জাতীয় নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। একসঙ্গে কাজ করার কথা বলেছেন।

এছাড়া, জাতীয় নির্বাচনের মান নিয়ে প্রশ্ন থাকলে অন্যান্য দেশ প্রশংসাসূচক কথা বলতো না। বাংলাদেশের বাস্তবতায় জাতীয় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button