
প্রান্তিক জনগোষ্ঠির কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে না পারলে, মেডিকেল কলেজগুলোতে রোগীর চাপ কোনো দিনই কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার (১১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসা নিশ্চিতে জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোর সেবার মান বাড়াতে হবে।
এর আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত আইসিইউ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এসআর



