fbpx
অন্যান্যরাজধানীরাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার : গণতন্ত্র মঞ্চ

সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দায়ী সিন্ডিকেটকে বিরোধীদলের ওপর চাপানো হচ্ছে বলে জানানো হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত  কর্মসূচিতে এসব কথা বলা  হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জনগণ স্পষ্ট বুঝে গেছে সরকার-ই সিন্ডিকেট লালন পালন করছে। বিএনপির ওপর দায় চাপাতে ব্যস্ত সরকার। আসলে সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপানো হচ্ছে।

এছাড়া, নতুন করে গণবিক্ষোভ দমন করার জন্য ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে সরকার বলেও জানানো হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button