Uncategorizedশিক্ষা
গরম কমেনি, কাল থেকে খুলছে স্কুল, সকালে এগিয়ে প্রাথমিকের ক্লাস
প্রচণ্ড তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটির বাড়ানোর পর কাল রোববার থেকে খুলছে দেশের স্কুল-কলেজ। চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রমের সময় এগিয়ে আনা হচ্ছে। পাশাপাশি অ্যাসেম্বলিও বন্ধ রাখতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।
প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধই থাকবে।
বাংলা টিভি / বুলবুল