fbpx
আবহাওয়া

তীব্র তাপদাহে পুড়ছে দেশ,যশোরে সর্বোচ্চ ৪৩ দশমিক ৮ ডিগ্রি

পুরো এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। এত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ দেশে এর আগে হয়নি। ফলে মানুষের অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তবে, আগামি মে মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে এপ্রিলের শুরু থেকে দেখা নেই বৃষ্টির। সূর্য দাপট দেখাচ্ছে নগর গ্রাম সবখানে। তাপমাত্রা উঠেছে উপরের দিকে। ফলে সারাদেশে চলছে হিট এলার্ট। দেশের অধিকাংশ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন।

এই ভয়ঙ্কর গরমে হাসফাস অবস্থা মানুষ ও প্রাণ প্রকৃতির। তীব্র গরমে বেশি কষ্ট দিনমজুর ও মাঠে ঘাটে কর্মজীবী মানুষের। গরমের তীব্রতায় গাছের ছায়ায় আশ্রয় খুঁজে নেন তারা।

তীব্র গরমে হাসপাতালগুলোতে গরমজনিত রোগির সংখ্যা বাড়ছে। তাই আবহাওয়ার এই অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button