fbpx
বাংলাদেশআবহাওয়া

পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে অস্বস্তিও।

 আবহাওয়া অধিদপ্তর জানায় বৃষ্টির শেষে আবার তাপপ্রবাহ শুরু হওয়ায় এই হিট আ্যলার্ট জারি করা হয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল ভিভাগে এই হিট আ্যলার্ট জারি থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৯ তারিখ থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা মাসের বাকি সময়জুড়ে বজায় থাকতে পারে। ঘূর্ণিঝড় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। হতে পারে আবার নাও পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

 বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button