এমবাপ্পেকে চেনা ছন্দে দেখতে চান পিএসজি কোচ
কিলিয়ান এমবাপ্পেকে চেনা ছন্দে দেখতে চান পিএসজি কোচ লুইস এনরিকে৷ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে নিজের সেরা ছন্দে দেখা যায়নি এমবাপ্পেকে। পিএসজিও ম্যাচ হেরে যায়। ফিরতি লেগের লড়াইয়ে দলের সেরা খেলোয়াড়কে চেনা ছন্দে দেখতে চান এনরিকে৷ দলকে ফাইনালে তুলতে প্রয়োজনে ফরাসি তারকাকে রক্ষণ সামলাতে হবে বলে জানিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের প্রথম লেগে বিরতির পর একটি শট পোস্টে লেগে ফিরে আসা ছাড়া বলার মত কিছু করতে পারেননি এমবাপ্পে। ডর্টমুন্ড লড়াই শেষ করে ১-০ লিড নিয়ে৷ ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের দিকেই তাকিয়ে থাকবে ফ্রান্সের ক্লাবটি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পের পারফরম্যান্স প্রসঙ্গে তাকে ও দলের সবাইকে ডিফেন্ডিংয়ে অবদান রাখার আহ্বান জানান এনরিকে। “একটা দল হিসেবে আমরা আক্রমণের খেলোয়াড়দের সাহায্য করতে বলি, যাতে কিছু বল ডিফেন্সে পৌঁছাতে পারে। আমরা সবাই মিলে একটি দল এবং এখানে সবাই একটা ভূমিকা পালন করে। এমনকি (এমবাপ্পের মত) বিশ্বমানের তারকাদেরও ডিফেন্ড করতে সাহায্য করতে হবে।”
প্রথম লেগে ৩৬তম মিনিটে নিকলাস ফুলক্রুগ ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আজ রাত ১টায়।
ম্যাচটা নিজেদের মাঠে হওয়ায় বিজয়ীর বেশে মাঠ ছাড়ার বিশ্বাসটাও বেড়ে গেছে এনরিকের। “ফরাসিতে আমি একটা মাত্র বাক্যই জানি, যা অনুবাদ করলে দাঁড়ায় ‘আমরা জিততে যাচ্ছি’। এটা আমার পছন্দের একটি বাক্য এবং আমি সবসময় বিশ্বাস করি আমার দলই জিতবে।”
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি