‘এমবাপ্পের সৌদি আরবে খেলা উচিত’
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে,কোথায় যাবেন তা এখনও নিশ্চিত না হলেও জোর গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যম তো এমনও দাবি করছে, শুধু ঘোষণাটাই নাকি বাকি কেবল। তবে এমন কিছু হোক, সেটা চাচ্ছেন না ফ্রান্স কিংবদন্তি মার্সেল দেসাইলি। উত্তরসূরির প্রতি তার পরামর্শ, রিয়ালে যাওয়ার চিন্তা যেন বাদ দেন এমবাপ্পে।
গেল কয়েক মৌসুম ধরেই বারবার জোরালো হয়েছে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার খবর। গত গ্রীষ্মে তো ফরাসি তারকাকে ট্রান্সফার মার্কেটেও তুলেছিল পিএসজি। সৌদি আরবের ক্লাব আল হিলাল তাতে অবিশ্বাস্য ট্রান্সফার ফি সহ প্রস্তাব দিলেও রিয়াল ছিল চুপচাপ। ধারণা করা হচ্ছে, এই গ্রীষ্মের দলবদলে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখাবেন গত বিশ্বকাপেএ গোল্ডেন বুট জয়ী এমবাপে।
তবে ফুটবল নিউজফ্রান্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এর বিরোধিতাই করেছেন দেসাইলি। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার বরং এমবাপ্পেকে দেখতে চান সৌদি ফুটবলে। “আমি ঠিক নিশ্চিত নই রিয়াল মাদ্রিদ তার জন্য আদর্শ দল কিনা। (আক্রমণের) বাম দিকে আছে ভিনিসিয়ুস, এমন একজন খেলোয়াড় যে দুর্দান্ত সম্ভাবনাময়, সেই সাথে আছে জুড বেলিংহামও। এমবাপ্পে সেখানে অবিসংবাদিত সেরা হতে পারবে না, যেমনটা সে চায়। টেকনিক্যালি আপনি যদি ফুটবল ব্যবসার কথা চিন্তা করেন, তাহলে আমি এক বছরে ৩৫০ মিলিয়নের জন্য সৌদি আরবে যাব এবং পরের মৌসুমে (ইউরোপে) ফিরে আসব, যা কিনা (২০২৬) বিশ্বকাপের বছর।”
ক্রীড়া ডেস্ক। বাংলা টিভি