প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি হওয়ায় তৃতীয় ধাপের ১৯ উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সোমবার দুপুরে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে দেশের ১০৯ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিলো। এরমধ্যে যে ১৯ উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে, সেগুলোর প্রায় সবই উপকূলীয় জেলাগুলোতে অবস্থিত।
ভোট স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি।
এবিষয়ে কমিশন সচিব জাহাংগীর বলেন, ঘূর্ণিঝড়ের কারণে কোথাও কোথাও নির্বাচনী কেন্দ্র হিসেবে ব্যবহার করা ভবনে পানি ঢুকেছে। কোথাও বিদ্যুৎ সংযোগ না থাকায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ওই এলাকাগুলোতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসআর