fbpx
আইন-বিচার

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাফিক সচেতনতা কার্যক্রম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতা কার্যক্রম; গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সচেতনতার উদ্বোধন করা হয়েছে। সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন জিএমপি কমিশনার।

তিনি বলেন, ঈদে যাতে ঘরমুখো মানুষ ভোগান্তি না পড়ে, তার জন্য পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পরিবহন সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সমাধান এবং রিক্সা,অটোরিক্সা মহাসড়কে চলাচল করতে পারবে না। এছাড়াও সড়কে রেজিস্ট্রেশন বিহীন ও হেলমেট বিহীন সড়কের কোন মোটরসাইকেল চলাচল করতে পারবে না বলে ব্রিফিং এ জানান জিএমপি কমিশনার। এসময় পরিবহন চালকদের ট্রাফিক বিষয়ে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button