fbpx
অর্থনীতি

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয় : সিপিডি

২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট দিয়ে চলমান সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মনে করেন  বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  সিপিডির  জাতীয় বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা সংস্থাটি।

এ সময় সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন,নিন্ম আয়ের মানুষকে এবার কর দিতে হবে। অথচ মূল্যস্ফিতীর কারনে মূল্যস্তর অনেক উপরে উঠে গেছে,এতে চাপ বাড়াবে সাধারণ মানুষের উপরে।

প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক খন্দকার মোয়াজ্জেম বলেন ,বাজেটে  অর্থ মন্ত্রণালয় মুন্সিআনা দেখাতে পারেনি। কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে গ্রহনযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button