fbpx
দেশবাংলা

প্রথমবারের মতো ব্যাপক আকারে আঙ্গুর চাষ হচ্ছে শেরপুরে

প্রথম বারের মতো পরীক্ষামূলক ভাবে আঙ্গুর ফল চাষ হচ্ছে শেরপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায়।শেরপুরের এক উদ্যোক্তা ভারত থেকে চারা সংগ্রহ করে নিজের ১৫শতাংশ জমিতে লাগানোসহ সব মিলিয়ে তার খরচ হয় এক লাখ ২০হাজার টাকা। ইতোমধ্যে বাগানে আসে সেই কাঙ্খিত সুমিষ্ট ফল। তার আশা,বাগান থেকেই তিন লাখ টাকা উপরে আঙ্গুর বিক্রি হবে। এদিকে,আঙ্গুরের বাগান দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুরের ছড়া। পরীক্ষামূলকভাবে আঙ্গুরের চাষ করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের বাসিন্দা আব্দুল জলিল মিয়া।

তিনি জানান,ভারতে ঘুরতে গিয়ে শখের বসে প্রথমে দুই জাতের গড়ে ১২শ টাকা দরে ১০টি আঙ্গুর ফলের চারা নিয়ে আসেন। এরপর আরো দুই ধাপে ৪০ জাতের ৮০টি চারা নিয়ে নিজের ১৫শতাংশ জমিতে রোপন করেন।যে পরিমান ফলন হয়েছে,তাতে বাগান থেকেই সব খরচ উঠে লাভ হবে দুই লাখ টাকার উপরে।

জলিল মিয়ার আঙ্গুরের বাগান দেখে অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন। কেউবা আবার তার কাছ থেকে চারা সংগ্রহ করে ইতোমধ্যে লাগিয়েছেন। আঙ্গুর ফল ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলছেন স্থানীয় যুবকরা। এ ধরণের চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরণের সহযোগিতার কথা জানান; স্থানীয় কৃষি বিভাগ।

সফলতার হাতছানি পাওয়ায় নতুন করে বৃহৎ পরিসরে বাগান করার উদ্যোগ নিচ্ছেন আব্দুল জলিল।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button