fbpx
দেশবাংলাজনদুর্ভোগবাংলাদেশ

ঈদযাত্রায় ট্রেনে স্বস্তি, যানজট সড়কে

আর মাত্র দুই দিন, এরপরেই ঈদুল আজহা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সব সরকারি অফিস আদালত। ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির দিকে ছুটছেন সবাই।

শুক্রবার সকাল থেকে প্রতিটি ট্রেনই যথাসময়ে কমলাপুর রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনও ট্রেনেরই যাত্রা বিলম্বের খবর পাওয়া যায়নি। ট্রেনে উপচেপড়া ভিড় থাকলেও স্বস্তির কথা জানিয়েছে যাত্রীরা

এদিকে, ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা ।

এবারই প্রথম কোনো ধরনের টিকিট কালোবাজারি ছাড়া শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। সবগুলো ট্রেন নিরাপদে এবং সঠিক সময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন,কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার।

ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। গতকাল সরকারি শেষ কার্যদিবস থাকায়,আজ (শুক্রবার) থেকে রাজধানী ছেড়েছে যাচ্ছে অনেকেই। তারা বলছেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button