fbpx
অর্থনীতিবাংলাদেশসরকার

বেড়েছে মসলার দাম

কোরবানি ঈদের বাকি আর দুই দিন। ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে পণ্যের দামে স্বস্তি নেই ক্রেতাদের বিশেষ করে মসলাজাতীয় পণ্যের বাজার বেশ চড়া। বাড়তি দাম নেয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ডলারের দাম বেশীর অজুহাতে আদা, রসুন, পেয়াজও বাড়তি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। কোরবারনী ঈদ হওয়ায় মাংসের বাজারে কেনাবেচা কম।

কোরবানী ঈদে মসলার চাহিদা থাকায় ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি মসলাজাতীয় পণ্য। এতে ক্ষুব্ধ ক্রেতারা। সেমাই কিসমিস স্থিতিশীল থাকলেও আদা, রসুন ও পেঁয়াজের দাম  বেড়েছে অনেকটাই। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বেশী থাকায় আদা রশুনের দাম বেড়েছে।

এদিকে, নিত্যপণ্যের  মূল্যবৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।  বাজার নিয়ন্ত্রণে মনিটরিং  জোরদারের দাবি ভোক্তাদের।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button