fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

সেন্টমার্টিন ইস্যুতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ আইএসপিআর’র

মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘর্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সেন্টমার্টিন ইস্যু নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো জানানো হয়।

এতে বলা হয়, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের কারনে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এ সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের ওপর অনাকাঙ্ক্ষিত গুলির ঘটনা ঘটছে।

তবে,সেন্টমার্টিন দ্বীপের কাছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আইএসপিআর। পাশাপাশি বাংলাদেশের সমুদ্রসীমায় থেকে নিয়মিত টহল দেয়া হচ্ছে বলেও জানানো হয়। ফলে সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন স্বার্থান্নেষী মহল গুজব থেকে সতর্ক থাকার আহবান জানায় আইএসপিআর।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button