fbpx
বাংলাদেশসরকার

জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে নেয়া হয়েছে, পাঁচ স্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

রোববার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আইনশৃঙ্খলা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঁচ স্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পরে ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই।

র‍্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ দুটি হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা-হামলা প্রতিরোধ করতে র‍্যাব প্রস্তুত রয়েছে বলেও জানান, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button