fbpx
দেশবাংলাবাংলাদেশ

সিলেটে ভাড়ি বৃষ্টিতে পানিবন্দি ২ লাখ মানুষ

ভারি বৃষ্টিতে সিলেট নগরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে নগরের বেশির ভাগ এলাকা। ঈদের সকালে এমন পরিস্থিতি দুর্ভোগে পড়েন নগরবাসী।

জলাবদ্ধতার কারণে নগরের অনেক ঈদগায়ের ঈদের জামাত পেছানো হয়। বাসা বাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোরবানি দেয়া নিয়েও ভোগান্তিতে পড়েন স্থানীয়রা

সিলেট অঞ্চলের অধিকাংশ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। প্রস্তুত করা হয়েছে ৫৩৮টি আশ্রয়কেন্দ্র।

ইতোমধ্যে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button