fbpx
রাজধানী

বাড়িতে টানা ছুটি কাটিয়ে ব্যস্ত নগরীতে ফিরছে কর্মজীবী মানুষ

শেষ হয়ে আসছে কোরবানী ঈদের ছুটি। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে আজও কর্মস্থলে ফিরছেন নগরবাসী। তবে গত কয়েক দিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে কিছুটা  যাত্রীর চাপ বাড়লেও সড়কপথে এখনো নেই যাত্রীর চাপ। তাই ভোগান্তি বিহীন ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সকলে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপ কিছুটা বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। ঈদের পঞ্চম দিন আজ শুক্রবার সকাল থেকে সময় মতোই পৌঁছেছে প্রতিটি ট্রেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কমলাপুর রেল স্টেশনে কেউ পরিবার নিয়ে আবার কেউ একাকী ফিরছেন ঢাকায়। বিগত সময়ের তুলনায় স্টেশনে ছিল না অতিরিক্ত যাত্রীর চাপ। আজও কমলাপুর থেকে ঢাকার বাইরে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই ছিল যাত্রী বোঝাই।

এদিকে, মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সড়কপথে ঢাকায় ফেরা যাত্রীর চাপ এখনও কম। তবে, শীঘ্রই এই চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা সকলের প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে মনে করছেন সর্বস্তরের মানুষ। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার দাবি তাদের।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button