fbpx
বাংলাদেশ

খুলে দেওয়া হলো সুনামগঞ্জের সকল পর্যটনকেন্দ্র

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটনকেন্দ্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৩ জুন) দুপুরে পর্যটনকেন্দ্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।

জানা যায়, গত ১৬ জুন থেকে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বাড়তে থাকে। এক পর্যায়ে ১৭ জুন জেলার সকল নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। একই সাথে জেলার সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় সাড়ে ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ধীরে ধীরে বাড়তে থাকে প্লাবিত এলাকার সংখ্যা। গত শুক্রবার (২১ জুন) থেকে উজান ঢলের পানি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়।

গতকাল শনিবার (২২ জুন) জেলায় তীব্র রোদের দেখা মিলে। এ দিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায় এই অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হয়।

আজ রবিবার (২৩ জুন) জেলার নিম্নাঞ্চল থেকে পানি নামে যাওয়ায় জেলা বন্যা ঝুঁকি মুক্ত হওয়ায় জেলার সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী দেশ রূপান্তরকে জানান, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ইতিমধ্যে জেলার সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button