fbpx
বাংলাদেশ

জীবিত রাসেল ভাইপার বনবিভাগে জমা দিলেন এক কৃষক

এবার জীবিত একটি রাসেল ভাইপার বনবিভাগে জমা দিয়েছেন ফরিদপুরের শাজাহান বিশ্বাস নামের এক কৃষক। আজ রবিবার তিনি সাপটি বনবিভাগের কর্মকর্তাদের কাছে জমা দেন।

জানা গেছে, শাজাহান বিশ্বাস শহরতলীর পূর্ব রামকান্তপুরের বাসিন্দা। তিনি গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের গোল ডাংগী থেকে রাসেল ভাইপার সাপটি আটক করেন। বাচ্চা রাসেল ভাইপার সাপটি লম্বায় প্রায় দেড় ফুট হবে বলে জানিয়েছে এলাকাবাসী।

পরে রবিবার সকালে পূর্ব গঙ্গাবতী এনএফটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমানের কাছে রাসেল ভাইপার সাপটি হস্তান্তর করেন তিনি। এ সময় বনবিভাগের কর্মকর্তা সাপটি গ্রহণ করে একটি প্রত্যায়ন পত্র দেন। তবে জীবিত রাসেল ভাইপার সাপটি ধরে আনলে নগদ ৫০ হাজার টাকা পাওয়ার ব্যাপারে কোনো তথ্য দেননি শাজাহান বিশ্বাস।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার জানান, জেলা বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button