fbpx
বিনোদনঢালিউড

সিডনিতে যাবে ‘তুফান’

অস্ট্রেলিয়ার সিডনিতে বড় পর্দায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সিনেমা ‘তুফান’। ২৮ জুন শুক্রবার থেকে সিডনির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি। সিডনির ব্যাংকসটাউন, ব্ল্যাকটাউন, ইস্টগার্ডেন, মাউন্ট ড্রুইট, ক্যাম্বেলটাউন, ওয়ারাওংসহ দেশটির অন্যান্য রাজ্যের প্রধান শহরেও চলবে সিনেমাটি।
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমা এবারের ঈদে বাংলাদেশের অন্যতম আকর্ষণ ছিল। মুক্তির পর থেকেই দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। অস্ট্রেলিয়ায় সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস। সিনেমাটির সব শোয়ের টিকিট আগাম বিক্রি হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার তানিম মান্নান। তিনি বলেন, ‘বিগত বছরগুলোর মতো এবারও শাকিব খানের “তুফান” হিট করবে সিডনিতে। বাংলাদেশে দর্শকদের প্রশংসা দেখে আমরা আশাবাদী, এখানেও প্রবাসী বাংলাদেশিরা তুফান উপভোগ করবেন। শো চালু না হতেই টিকিট শেষ, তা–ই আরও কয়েকটি শো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

বাংলা সিনেমা সিডনিতে দেখতে পারা নিয়েই বেশি আনন্দের কথা জানিয়েছেন সিডনির তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক প্রবাসী বাংলাদেশি সালাউদ্দিন সাগর। তিনি বলেন, ‘ঈদের ছুটির একটা বিশেষ অংশ সিনেমা দেখতে যাওয়া। বাংলাদেশে দলবল নিয়ে সিনেমা দেখতে যাওয়ার স্মৃতি রয়েছে। প্রবাসে এ সময় সুযোগ খুবই কম। তাই বড় বাজেটের বাণিজ্যিক বাংলা সিনেমার অপেক্ষায় আছি।’

সিডনির ব্যাংকসটাউনে তুফান দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানালেন সিডনির ওয়াইলি পার্কের বাসিন্দা তাসমিন নাহার সূচি। তিনি বলেন, ‘বাংলাদেশে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব—সবার মুখেই শুনেছি “তুফান” নাকি আসলেই ঝড় তুলেছে সিনেমা হলে। আর সিনেমাটির ট্রেলার দেখে মনে হলো এমন সিনেমার নির্মাণ আগে হয়নি আমাদের ঢালিউডে। সিডনির ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখার অপেক্ষায় আছি।’

‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button